বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর আত্মগোপনে থাকা মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মাহমুদুল হাসান জুয়েলকে (৪০) গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৫ আগস্ট সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। পরিদর্শক মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলার চলমান তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতা, অবরোধ ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে জুয়েলকে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

