শহীদ সাগরের বাড়িতে রাজবাড়ীর নবাগত ডিসি সুলতানা আক্তার

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮: ১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ার ইউনিয়নের টাকাপোড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সাগর আহমেদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সাগরের গ্রামের বাড়িতে গিয়ে এই আশ্বাস দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি জামাল উদ্দিন, রাজবাড়ীর জেলা সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম শিমুলসহ সাগরের স্বজন ও প্রতিবেশিরা।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সাগরের মতো একটি ছেলে থাকা গর্বের বিষয়। বাবা-মা হিসেবে আপনারা যেমন গর্বিত। তেমনি সাগর আমাদের জন্যেও গর্বের।

এসময় জেলা প্রশাসককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সাগরের মা গোলাপী বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার সাগর অনেক ভালো একজন ছেলে ছিল। সাগর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। তাদেরকে (বাবা-মা) খুব ভালোবাসত। একটু অসুস্থ হলেই খোঁজ নিত। ঢাকাতে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকাতে যেতে বলত।

সাগরের মা জেলা প্রশাসকের কাছে ছেলের নামে বালিয়াকান্দি মডেল মসজিদের নামকরণ করার অনুরোধ জানান। সেই সাথে সাগরের কবরস্থানটির সীমানা প্রাচীর নিমার্ণ, নারুয়া গোল চত্বরটি তার নামে নির্মাণ করার অনুরোধ জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত