ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও যাত্রীবাহী বাসে ডাকাতি

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৯: ৫৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ফের যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত যাত্রীবাহী একটি বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতদল যাত্রীদের সবকিছু লুটে নেয়।

বিজ্ঞাপন

বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টায় আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে। প্রায় ১০ নারীসহ ৪৫ যাত্রী নিয়ে বাসটি রাত ১২টায় টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গা অতিক্রম করে।

যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার অতিক্রম করার পর যাত্রীবেশী ১০-১২ ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। বাসের চালক আবেদ আলী জানান, রাতভর বাসটি নিয়ে ডাকাতরা চার-পাঁচবার টাঙ্গাইল ও চন্দ্রা-আশুলিয়া যাওয়া-আসা করে। পরে ভোর সাড়ে ৫টায় টাঙ্গাইল শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাতদল চলে যায়। পরে বাসের যাত্রীদের নিয়ে সকালে টাঙ্গাইল সদর থানায় যায়।

এ ব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বাসের স্টাফ ও যাত্রীদের সঙ্গে কথা বলেছেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমদ বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডাকাতদলকে চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত