টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

মহব্বত হোসেন, টাঙ্গাইল
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১: ২০
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১: ২১

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর সংঘটিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রাত বারোটার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে অবস্থিত কাদের সিদ্দিকীর বাড়িতে ১০-১৫ জন লোক হামলা চালায়। মুখবাঁধা অবস্থায় দুষ্কৃতিকারীরা এ সময় বাসার জানালায় পাটকেল নিক্ষেপ করে। এতে জানালার গ্লাস ভেঙে যায়। নিচে গ্যারেজে রাখা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কাদের সিদ্দিকীর ব্যক্তিগত গাড়িচালক লিটন মিয়া জানান, রাত বারোটার দিকে ১৫-১৭ জনের একটি দল অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা বাসার গ্লাসে ঢিল নিক্ষেপ করে। দুই তিনজন বাসার ভিতরে প্রবেশ করেছিল। তাদের বয়স ১৫ থেকে ২০ বছর। বাসায় হামলার ঘটনায় কাদের সিদ্দিকীর দুটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় কাদের সিদ্দিকী বাসাতেই ছিলেন।

গতকাল রাতের এই ঘটনার বিষয়ে আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন কাদের সিদ্দিকী।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত