
উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যেও শুক্রবার সকাল থেকে সারাদিন গোপালগঞ্জ জেলায় পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক।
সরেজমিন ঘুরে দেখা যায় শহরজুড়ে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। সড়কে গণ-পরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা—সব ধরনের যানবাহন চলাচল করেছে স্বাভাবিক নিয়মে। কোথাও জনজীবনে অস্বস্তি বা আতঙ্কের চিহ্ন পাওয়া যায়নি।
জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সম্ভাব্য নাশকতা বা সহিংসতা রোধে জেলার গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও সরকারি স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি রয়েছে। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিন প্লাটুন সদস্য। বিভিন্ন এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে।
দুপুর ২টার দিকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে কথা হয় রিকশাচালক জয়নুল মিয়ার সঙ্গে। তিনি বলেন, সকাল থেকেই রিকশা নিয়ে বের হয়েছি। অন্য দিনের মতোই যাত্রী তুলছি, নামিয়ে দিচ্ছি। শহরের মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি দেখছি, তবে কোথাও কোনো বাধার মুখে পড়তে হয়নি। মানুষজনও স্বাভাবিকভাবে চলাচল করছে।
এর আগে আজ ভোরে জেলার কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কিছু সময়ের জন্য মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ধাওয়া করে সরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল বাছেদ বলেন, ভোরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে জেলার সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, কয়েকজন লোক রাস্তায় নেমে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়েই তারা পালিয়ে যায়। দুষ্কৃতকারীরা তাদের শাটডাউন কর্মসূচি সফল করতে পারেনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যেও শুক্রবার সকাল থেকে সারাদিন গোপালগঞ্জ জেলায় পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক।
সরেজমিন ঘুরে দেখা যায় শহরজুড়ে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। সড়কে গণ-পরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা—সব ধরনের যানবাহন চলাচল করেছে স্বাভাবিক নিয়মে। কোথাও জনজীবনে অস্বস্তি বা আতঙ্কের চিহ্ন পাওয়া যায়নি।
জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সম্ভাব্য নাশকতা বা সহিংসতা রোধে জেলার গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও সরকারি স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি রয়েছে। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিন প্লাটুন সদস্য। বিভিন্ন এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে।
দুপুর ২টার দিকে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে কথা হয় রিকশাচালক জয়নুল মিয়ার সঙ্গে। তিনি বলেন, সকাল থেকেই রিকশা নিয়ে বের হয়েছি। অন্য দিনের মতোই যাত্রী তুলছি, নামিয়ে দিচ্ছি। শহরের মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি দেখছি, তবে কোথাও কোনো বাধার মুখে পড়তে হয়নি। মানুষজনও স্বাভাবিকভাবে চলাচল করছে।
এর আগে আজ ভোরে জেলার কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কিছু সময়ের জন্য মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ধাওয়া করে সরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল বাছেদ বলেন, ভোরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে জেলার সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, কয়েকজন লোক রাস্তায় নেমে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়েই তারা পালিয়ে যায়। দুষ্কৃতকারীরা তাদের শাটডাউন কর্মসূচি সফল করতে পারেনি।

ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ায় নরসিংদীর শিবপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির আয়োজনে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে সুনামগঞ্জের জামালগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে উত্তর কামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ মিনিট আগে
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর সোমবার দুপুর থেকে চট্টগ্রাম নগরে যেন অন্যরকম এক আবহ। আদালতের কাঠগড়া ঢাকায় কিন্তু রায়ের ঢেউ এসে লেগেছে জিইসি মোড়, দুই নম্বর গেইট, আন্দরকিল্লা, বহদ্দারহাট আর লালখানবাজার পর্যন্ত। কোথাও ফোনের পর্দায় চোখ, কোথাও হঠাৎ স্লোগা
১৫ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ,কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ার বাসিন্দা ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সাথে তিনি দাবি করেছেন, তখনই পুরোপুরি সন্তুষ্ট হবেন, যখন ফ
১৯ মিনিট আগে