নবাবগঞ্জে এসএসসি-দাখিলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২: ৩৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য কৃতী শিক্ষার্থী এ-প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সাফল্যের স্বীকৃতিস্বরূপ উৎসবমুখর অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট এবং বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ঢাকা-১ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশের উন্নয়ন ও গৌরব অর্জনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। জাতির ভবিষ্যৎ হিসেবে আপনাদের সততা, অধ্যবসায় ও দৃষ্টিভঙ্গি দেশ পরিবর্তনের মূল চালিকাশক্তি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম। তিনি বলেন, শিক্ষাই হলো সমাজ পরিবর্তনের মূলশক্তি। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের উচিত দায়িত্ব নিয়ে দেশের কল্যাণে কাজ করা।

একপর্যায়ে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে উঠে। শিক্ষার্থীরা এ সময় ইসলামি গান, আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা উপস্থাপন করেন। উপস্থিত সবাই এ সংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও ফলপ্রসূ বলে অভিমত প্রকাশ করেন।

ঢাকা জেলা দক্ষিণ শাখা শিবিরের সভাপতি মাহবুব আলম সিয়ামের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু ফাত্তাহ তুর্য’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. আনিসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াত আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) আমির অ্যাডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল, পশ্চিম থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ মোস্তাক আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত