খড়মপুরের ওরস শুরু ১০ আগস্ট, চলবে ১৬ আগস্ট পর্যন্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২০: ২৬

ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত খড়মপুর গ্রামে হযরত শাহ পীর কল্লাহ শহীদ (রহ.)-এর সপ্তাহব্যাপী বার্ষিক ওরস আগামী রবিবার ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে। এ ওরস চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

শুক্রবার খড়মপুর দরগাহ শরীফ পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামের পুণ্যভূমিতে চির শায়িত ইতিহাসের প্রখ্যাত আওলিয়া হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্য হযরত শাহপীর কল্লাহ শহীদ (র.)-এর সপ্তাহব্যাপী বার্ষিক পবিত্র ওরস আগামী ১০ থেকে ১৬ই আগস্ট পর্যন্ত মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১২টায় মাজার শরীফে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

উক্ত পবিত্র ওরস মোবারকে উপস্থিত হয়ে অশেষ রহমত, বরকত, ফায়েজ ও নেকী হাসিলের জন্য আমন্ত্রণ জানিয়েছেন- মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক কাজী শরীফ উদ্দিন খাদেম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত