আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফরিদসহ গ্রেপ্তার ৩, ট্রাক জব্দ

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি
আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফরিদসহ গ্রেপ্তার ৩, ট্রাক জব্দ

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দীন কাদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে গাজীপুর ও টাঙ্গাইল থেকে ডাকাত সর্দার ফরিদ ওরফে শামীমসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে।

শিবচর উপজেলার ব্যবসায়ী আমির হোসেনের একটি মামলায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি জানান, ‘১৩ আগস্ট রাতে পাবনা থেকে গরু কিনে পিকআপযোগে বাড়ি ফিরছিলেন শিবচরের চান্দেরচর এলাকার ব্যবসায়ী আমির হোসেন। এসময় ফরিদপুর সড়কে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আট থেকে ১০ জনের ডাকাতদল একটি ট্রাক দিয়ে গরুবাহী পিকআপের পথরোধ করে। এসময় ব্যবসায়ীকে মারধর করে অস্ট্রেলিয়ান জাতের দু’টি গরু ছিনিয়ে নেয় ডাকাতদল এবং হাত-পা বেঁধে সড়কে ফেলে রেখে যায় ব্যবসায়ীকে। এ ঘটনায় গত ১৩ তারিখে শিবচর থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ।'

তিনি আরো জানান, ‘পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নির্দেশে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার(এসআই) রেজাউল করিম ও থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টিম গাজীপুর, টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির মূলহোতা ডাকাত সর্দার ফরিদ ওরফে শামীম এবং তার সহযোগী ট্রাক ড্রাইভার মোমিন, নয়নকে গ্রেপ্তার করে। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।'

সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বলেন, 'গ্রেপ্তার ফরিদের বিরুদ্ধে ১৫টি ডাকাতি মামলা রয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন