আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
নারী কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ

নারী কমিশনের বিরুদ্ধে গাজীপুর কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শফিপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী সুপারিশ প্রত্যাহার, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল রাখা, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিশ কালিয়াকৈর উপজেলা শাখার মহাসচিব মুফতি আনসারুল হক, কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক সালেহী, বাংলাদেশ খেলাফত মজলিশ কালিয়াকৈর থানা শাখার যুব বিষয়ক সভাপতি হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন