সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯: ৫২
যাত্রীবাহী লঞ্চ

পদ্মা ও যমুনা নদীতে হঠাৎ সৃষ্ট প্রবল ঢেউয়ের কারণে দীর্ঘ সাড়ে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টা থেকে এই রুটে লঞ্চ চলাচল পুনরায় চালু করা হয়।

বুধবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পদ্মা ও যমুনা নদীতে প্রবল ঢেউ শুরু হলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ঘাটের সহকারী ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বলেন, প্রবল ঢেউয়ের কারণে গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখতে হয়েছিল। আজ সকালে নদীর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সকাল ৭টা থেকে পুনরায় লঞ্চ চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত দৌলতদিয়া ঘাটে যাত্রীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়। ফেরিতে পার হচ্ছিলেন যাত্রীরা। আবার কেউ কেউ হেঁটে এক ঘাট থেকে অন্য ঘাটে পৌঁছেন। তবে ফেরি চলাচল স্বাভাবিক ছিল।

নৌযান চালকরা জানান, প্রতি বর্ষা মৌসুমে নদীতে ঢেউ উঠলেও এবারের ঢেউ ছিল ব্যতিক্রম, খুবই শক্তিশালী। ঢেউ দেখে অনেক যাত্রী ভয় পান। তবে আজ সকালে নদী কিছুটা শান্ত হওয়ায় ঘাট এলাকায় স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে।

ঘাট এলাকায় লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, এখন আবার স্বাভাবিকভাবে পার হতে পারছি। এতে ভালো লাগছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত