আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদ্মার ২৮ কেজির কাতল ৫৩ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
পদ্মার ২৮ কেজির কাতল ৫৩ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৮ কেজির কাতল ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার সকালে পদ্মা-যমুনা নদীর মোহনা পাবনার ঢালার চর এলাকায় জেলে জামাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে।

বিজ্ঞাপন

জামাল প্রামানিক জানান, রোববার ভোরে মাছটি ধরা পড়ার পর সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাটে মোমিন মণ্ডলের আড়তে নিয়ে আসা হয়। ওজন করে দেখা যায় ২৮ কেজি। এরপর নিলামে ওঠানো হয়।

আড়তদার মোমিন মণ্ডল বলেন, নিলামে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নেন চাঁন্দু মোল্লা। পরে তিনি ১৯০০ টাকা কেজি দরে ঢাকার এক শিল্পপতির কাছে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় পদ্মায় এখন বড় মাছ পাওয়া যাচ্ছে। নদীতে নাব্যতা সংকট থাকায় এসব বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। তবে যথেষ্ট নাব্যতা থাকলে তারা গভীর পানিতে থেকে সহজে ধরা পড়ত না এবং স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে পারত।

তিনি আরও জানান, নদীর পানি আরও কমে গেলে দেশীয় বড় প্রজাতির মাছ যেমন রুই, কাতলা, বোয়াল, পাঙাশ আরও বেশি ধরা পড়বে।

এসব বড় মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। তাই ভবিষ্যতের জন্য এই প্রজাতিগুলো সংরক্ষণে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন