স্টাফ রিপোর্টার, টঙ্গী
টঙ্গীর তুরাগ তীরে আজ বাদ ফজর থেকে শুরু হয়েছে শুরায়ি নেজামের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এ ইজতেমাকে কেন্দ্র করে ঢাকার একাংশসহ ২২ জেলার মুসল্লিরা রোববার সন্ধ্যা থেকে ময়দানে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় নজমের জামাতের (ময়দানে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত) সাথীদের উদ্দেশে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।
ইজতেমার রেওয়াজ অনুযায়ী শুরুর দিন বাদ ফজর থেকে সমবেত মুসল্লিদের উদ্দেশে আমবয়ান করা হলেও এই পর্বে তার ব্যতিক্রম। সোমবার বাদ ফজর থেকে কোনো আমবয়ান হচ্ছে না। তবে বর্তমানে খিত্তার সাথীদের সঙ্গে মুজাক্কারা (আলোচনা) হচ্ছে। এরপর সকাল ১০টায় নজমের জামাতের (ময়দানে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত) সাথীদের উদ্দেশে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। ইজতেমার শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কে কখন বয়ান করবেন দুপুর ১২টায় মশোয়ারার (পরামর্শ) পর জানানো হবে।
সোমবার শুরু হওয়া শুরায়ি নেজামের ইজতেমার দ্বিতীয় পর্বে রোববার বিকালে থেকে ঢাকার একাংশসহ দেশের ২২ জেলার মুসল্লিরা ময়দানে এসে জড়ো হয়েছেন। ঢাকা জেলার একাংশ এবং জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।
প্রসঙ্গত, এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারীদের তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে তা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।
টঙ্গীর তুরাগ তীরে আজ বাদ ফজর থেকে শুরু হয়েছে শুরায়ি নেজামের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এ ইজতেমাকে কেন্দ্র করে ঢাকার একাংশসহ ২২ জেলার মুসল্লিরা রোববার সন্ধ্যা থেকে ময়দানে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় নজমের জামাতের (ময়দানে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত) সাথীদের উদ্দেশে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।
ইজতেমার রেওয়াজ অনুযায়ী শুরুর দিন বাদ ফজর থেকে সমবেত মুসল্লিদের উদ্দেশে আমবয়ান করা হলেও এই পর্বে তার ব্যতিক্রম। সোমবার বাদ ফজর থেকে কোনো আমবয়ান হচ্ছে না। তবে বর্তমানে খিত্তার সাথীদের সঙ্গে মুজাক্কারা (আলোচনা) হচ্ছে। এরপর সকাল ১০টায় নজমের জামাতের (ময়দানে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত) সাথীদের উদ্দেশে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। ইজতেমার শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কে কখন বয়ান করবেন দুপুর ১২টায় মশোয়ারার (পরামর্শ) পর জানানো হবে।
সোমবার শুরু হওয়া শুরায়ি নেজামের ইজতেমার দ্বিতীয় পর্বে রোববার বিকালে থেকে ঢাকার একাংশসহ দেশের ২২ জেলার মুসল্লিরা ময়দানে এসে জড়ো হয়েছেন। ঢাকা জেলার একাংশ এবং জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।
প্রসঙ্গত, এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারীদের তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে তা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে