৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১১: ০৪
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১: ২৯

দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে কুয়াশা বাড়তে থাকে। একপর্যায়ে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা সংকুচিত হয়ে পড়ে। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন 'দৈনিক আমার দেশ'-কে জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা ৪০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে আটকে পড়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। এই রুটে এখন ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত