আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অতিরিক্ত উৎসে কর প্রত্যাহারের দাবিতে দলিল লেখকদের মানবববন্ধন

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
অতিরিক্ত উৎসে কর প্রত্যাহারের দাবিতে দলিল লেখকদের মানবববন্ধন

ঢাকার নবাবগঞ্জে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসে কর প্রত্যাহারের দাবিতে মানবববন্ধন করেছেন দলিল লেখক ও সাধারণ জনগণ। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে তারা এ মানববন্ধন করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনকারীরা জানান, নবাবগঞ্জ উপজেলায় প্রতি শতাংশ জমির ওপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎসে কর ৩০ হাজার টাকা এবং প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎসে কর প্রায় ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে। এর ফলে দলিলের সংখ্যা যেমন কমেছে, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত অতিরিক্ত উৎসে কর বাতিলের দাবি জানান তারা। পরে মানববন্ধনকারীরা উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হাসান এবিষয়ে বলেন, গেজেট প্রকাশের আগে মে মাসে ১ কোটি ৭৮ লাখ টাকা উৎসে কর আদায় হয়। গত জুন মাসেও ২ কোটি ৮৪ হাজার টাকা উৎসে কর আদায় হয়। কিন্তু গেজেট সংশোধনের পর জুলাই মাসে মাত্র ২৬ লাখ ৭৫ হাজার টাকা উৎসে কর আদায় হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন