সাংবাদিক তুহিন হত্যা মামলার চার্জশিট দাখিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৪: ৩৬

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ দিনের মধ্যে মামলার চার্জশিট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ক্রাইম উত্তর) উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান।

এ সময় তিনি বলেন, গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি বন্ধ থাকায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম, বাসন থানার অফিসার ইনচার্জ মো. শাহীন খান, প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন।

তুহিন হত্যাকাণ্ডে জড়িত ৮ আসামিকে আদালতে হাজির করা হলে এদের মধ্যে শাহ জালাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. শাহিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলো মিজান ও তার স্ত্রী গোলাপী, মো. স্বাধীন (পাবনা), আল আমিন (খুলনা), শাহ জালাল (কুমিল্লা), ফয়সাল হাসান (পাবনা), সাব্বির সুমন (শেরপুর) ও আরমান হোসেন। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক, ছিনতাইসহ বিভিন্ন ধারায় মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে শুধু মিজানই ১৫ মামলার আসামি।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরে সন্ত্রাসীদের হাতে খুন হন তুহিন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত