টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২: ৩৫
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৩: ০৫

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মিলগেট শহীদ সুন্দর আলী সড়কে তুলা তৈরির গুদামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মিলগেট বাজারের ব্যবসায়ীরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিন ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরিকৃত তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। তবে পানি সংকটে অগ্নিনির্বাপণ কাজে ব্যাঘাত ঘটছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আশপাশে কোনো জলাশয় না থাকায় পানির সংকট দেখা দিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত