জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।
গত মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার এ শ্রদ্ধা নিবেদন করেন ।
এরপর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে জেলা ও মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, অনেক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানপরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং আইনের সুষ্ঠু প্রয়োগ হবে। সবকিছু একটি নির্দিষ্ট গতিতে চলবে।

