কাপাসিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশ : ১৭ মে ২০২৫, ২২: ৫১

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির এক গ্রুপের সভায় অপর গ্রুপের হামলায় সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত যমুনা টিভির চিত্রসাংবাদিক রকি হোসেনকে (২৬) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা উপজেলা সদরের মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত নেতাকর্মীরা সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। অপর গ্রুপের পাল্টা সভায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফ ম মমতাজ উদ্দিন রেনু, জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট সোলায়মান দর্জি, আব্দুল করিম বেপারী, অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসীন আলম রিটন প্রমুখ।

এদিকে কাপাসিয়ার সাবেক এমপি মরহুম ডা. ছানাউল্লাহর ছেলে অবসরপ্রাপ্ত মেজর সফিউল্লাহ মিঠু এবং জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন সেলিমের নেতৃত্বাধীন বিএনপির অপর গ্রুপ একই দিনে পাল্টা মতবিনিময় সভা আহ্বান করে। চেরাগ আলী মার্কেট সংলগ্ন এলাকায় ওই গ্রুপের মতবিনিময় সভা শেষে একদল দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় গাজীপুর যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন রকি হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ডিএসবির খোরশেদ আলমসহ কয়েকজন সাংবাদিক আহত হন। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান গ্রুপের কর্মীরা জড়িত বলে অপর গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়।

এ ব্যাপারে শাহ্ রিয়াজুল হান্নান বলেন, শনিবার কাপাসিয়া উপজেলা সদরে বিএনপির পূর্বঘোষিত মতবিনিময় সভা ছিল। উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে উপস্থিত ছিলেন। এর বাইরে কোথাও কোনো ঘটনা ঘটেছে কি না, তা জানা নেই। এতে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর পেয়ে তিনি আহত সাংবাদিক রকিকে দেখতে হাসপাতালে ছুটে যান।

পেশাগত দায়িত্ব পালনে এসে স্থানীয় দুর্বৃত্তদের হামলায় গাজীপুরের সিনিয়র সাংবাদিকদের আহতের ঘটনায় কাপাসিয়া প্রেস ক্লাব নেতারা এবং কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত