জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে ব্যাপারী খুন, গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৫: ০২
আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮: ৩৭

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে পান-সিগারেট ব্যবসায়ী নজরুল ব্যাপারী (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব, পিপিএম-সেবা।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত দুই আসামির মধ্যে একজনের বিরুদ্ধে ১৪টি এবং অন্যজনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।’

নিহত নজরুল ব্যাপারী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং যৌনপল্লিতে পান ও সিগারেটের দোকান চালাতেন। ২৩ জুন রাত ১২টার দিকে দোকানের চাবি নিয়ে বের হন নজরুল, এরপর আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরে উত্তর দৌলতদিয়া ইমান খাঁর পাড়া এলাকায় রেলওয়ের সীমানার পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রনি মিয়া ওরফে আরমান হোসেন (২২) ও মো. ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু (২০)। তারা উভয়েই দৌলতদিয়ার বাসিন্দা।

গোয়ালন্দঘাট থানা পুলিশের দুটি পৃথক অভিযানে গাজীপুরের শ্রীপুর ও ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি ধারালো দা, একটি স্টিলের চাকু এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে রেললাইনের পাশের ডোবা থেকে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে নজরুলের সাথে আসামিদের পুরনো বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত নজরুলের বিরুদ্ধেও জুয়াসহ দুটি মামলা রয়েছে।’

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলামের নির্দেশনায় মামলার তদন্ত ও অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক উত্তম কুমার ঘোষ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, কেউই ছাড় পাবে না। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত