উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
পদ্মাসেতুতে টোল আদায়ে পঞ্চম রেকর্ড ধরা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রেকর্ড করা হয় বলে শনিবার সকালে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোটরসাইকেলসহ মোট ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার করা হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।
এর আগে ২৬ মার্চ ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্তে ১৪ হাজার ৯৯২টি ও জাজিরা প্রান্তে ১১ হাজার ৪৩৬টিসহ মোট যানবাহন পারপার হয়েছে ২৬ হাজার ৪২৮টি। এদিন মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। পরদিন ২৭ মার্চ ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্তে ১৭ হাজার ৩৩৫টি ও জাজিরা প্রান্তে ১০ হাজার ৩৪৮টিসহ মোট ২৭ হাজার ৬৮৩টি যানবাহন পারপার হলে মোট টোল আদায় হয় ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টোল রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৬ জুন সেতু চালু হলে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল। সেদিন মোট ৪৫হাজার ২০৪টি যানবাহন থেকে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০টাকা টোল আদায় হয়েছিল। একই বছরের ১৪ জুন দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়। এদিন ৪৪ হাজার ৩৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা। আর ২০২৩ সালের ২৭ জুন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছিল। এদিন টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। ২০২৪ সালের ১৫ জুন চতুর্থ সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়। এদিন ৩৯ হাজার ২৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা। সেতু চালুর পর এখন পর্যন্ত এ চার দিন ছিলো টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।
পরবর্তীতে ঈদের ছুটির প্রথম দিনে গত ২৮ মার্চ শুক্রবার ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার করা হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা। এটি এ পর্যন্ত টোল আদায়ের সর্বোচ্চ পঞ্চম রেকর্ড।
এদিকে সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, শনিবার সকালের দিকে টোল প্লাজার সামনে থেকে প্রায় ৫০০ মিটারের মধ্যে যানবাহনের চাপ কিছুটা দেখা দিলেও মাত্র ৩০ মিনিটের মধ্যেই সেতু পারপারে সক্ষম হয়েছে এসব গণপরিবহনগুলো।
পদ্মাসেতুতে টোল আদায়ে পঞ্চম রেকর্ড ধরা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রেকর্ড করা হয় বলে শনিবার সকালে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোটরসাইকেলসহ মোট ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার করা হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।
এর আগে ২৬ মার্চ ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্তে ১৪ হাজার ৯৯২টি ও জাজিরা প্রান্তে ১১ হাজার ৪৩৬টিসহ মোট যানবাহন পারপার হয়েছে ২৬ হাজার ৪২৮টি। এদিন মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। পরদিন ২৭ মার্চ ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্তে ১৭ হাজার ৩৩৫টি ও জাজিরা প্রান্তে ১০ হাজার ৩৪৮টিসহ মোট ২৭ হাজার ৬৮৩টি যানবাহন পারপার হলে মোট টোল আদায় হয় ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টোল রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৬ জুন সেতু চালু হলে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল। সেদিন মোট ৪৫হাজার ২০৪টি যানবাহন থেকে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০টাকা টোল আদায় হয়েছিল। একই বছরের ১৪ জুন দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়। এদিন ৪৪ হাজার ৩৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা। আর ২০২৩ সালের ২৭ জুন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছিল। এদিন টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। ২০২৪ সালের ১৫ জুন চতুর্থ সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়। এদিন ৩৯ হাজার ২৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা। সেতু চালুর পর এখন পর্যন্ত এ চার দিন ছিলো টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।
পরবর্তীতে ঈদের ছুটির প্রথম দিনে গত ২৮ মার্চ শুক্রবার ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার করা হয়। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা। এটি এ পর্যন্ত টোল আদায়ের সর্বোচ্চ পঞ্চম রেকর্ড।
এদিকে সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, শনিবার সকালের দিকে টোল প্লাজার সামনে থেকে প্রায় ৫০০ মিটারের মধ্যে যানবাহনের চাপ কিছুটা দেখা দিলেও মাত্র ৩০ মিনিটের মধ্যেই সেতু পারপারে সক্ষম হয়েছে এসব গণপরিবহনগুলো।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৫ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
৫ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৬ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৬ ঘণ্টা আগে