শ্রীপুরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ২৬

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রথমে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল চালক অনিক মণ্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে। নিহত অপরজন মোটরসাইকেল আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল (২২)।

নিহতের ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টসের সামনে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ রাত সাড়ে ১০টায় এবং অনিক রাত ১১টায় মারা যান।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক সাফায়ত ওসমান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত