কিন্ডারগার্টেন শিক্ষার্থী আইমানের লাশ পুকুর থেকে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৯: ১৬
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯: ৪২

কুষ্টিয়ার ভেড়ামারায় আড়কান্দি কিন্ডারগার্টেন স্কুলের প্লে ক্লাসের শিক্ষার্থী আইমান হোসেনের লাশ শুক্রবার দুপুরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আইমান হোসেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের আব্দুল মমিনের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুল শেষে বাড়ি ফিরে বোনের সাইকেল নিয়ে বের হয়েছিল আইমান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে আইমানের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। পুকুরের কিনারায় ডুবন্ত অবস্থায় পাওয়া গেছে আইমানের লাল রঙের সাইকেলটিও।

আইমানের ফুপা রাজা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আইমানের স্কুল ছুটি হয়। বেলা সাড়ে ১১টার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে সে বের হয়। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতেই ভেড়ামারা থানায় একটি জিডি করা হয়েছিল। শুক্রবার বাড়ির পাশের পুকুরের কিনারায় স্থানীয়রা মানুষের পা দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা আইমানের পরিবারকে খবর দেয়। এরপর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুকুরের কিনারায় সাইকেলটিও পাওয়া গেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার বলেন, থানায় শিশুর স্বজনরা জিডি করেছিল। বাচ্চাটির লাশ পুকুরে পাওয়া গেছে।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত