আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছিন্নমূল শিশুদের নিয়ে খুলনায় পিঠা উৎসব

খুলনা ব্যুরো

ছিন্নমূল শিশুদের নিয়ে খুলনায় পিঠা উৎসব

মাঘের পড়ন্ত বিকেল খুলনার অর্ধশত ছিন্নমূল শিশুর জীবনে ভিন্ন আমেজ নিয়ে এসেছিল। শুক্রবার বিকেলে নগরীর লবনচরা আমতলা বালুর মাঠে তাদের জন্য আয়োজন করা হয় পিঠা উৎসবের।

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে সংগঠনের মহানগর শাখা এ আয়োজন করে।

বিজ্ঞাপন

নিসচা মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে উৎসবের সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের খুলনা জেলা সংবাদদাতা কামাল মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সমাজ সেবক মো. জাকির হোসেন জমাদ্দার, সেরা রাধুনী ১৪২৭ নাদিয়া নাতাশা ও নারী উদ্যোক্তা মনিরা রত্না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...