মহেশপুর সীমান্তে মাদক উদ্ধার, অনুপ্রবেশকালে আটক ১৬

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০: ০৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বাঘাডাঙ্গা, খোসালপুর ও বেনীপুর বিওপির এলাকায় অনুপ্রবেশকালে পুরুষ, নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে আটজন পুরুষ, তিনজন নারী ও পাঁচজন শিশু।

বিজ্ঞাপন

বুধবার রাতে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন নড়াইলের কালিয়া থানার হাঁড়িভাঙা গ্রামের আনার মিয়ার ছেলে ওমর ফারুক (২২), কক্সবাজারের টেকনাফ থানার ছোট হাবিবপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে তৈয়ব (৩৮), একই থানার

কচুবুনিয়া গ্রামের আবু হাসেমের ছেলে রাশেদ (২৪), রাশেদের ভাই মো. হারুন (২৭) ও চট্টগ্রামের মহেশখালী থানার আদর্শ গ্রামের ফরিদ আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৮), সাতক্ষীরার দেবহাটা থানার সাংবেড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৯), একই জেলার কলারোয়া থানার ঝাপাঘাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (৩৮), একই জেলার আশাশুনি থানার বসুখালী গ্রামের আব্দুস সবুরের ছেলে আবুল হাসান।

এদিকে মাধবখালী, বাঘাডাঙ্গা ও উথুলী বিওপির পৃথক মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। মাটিলা বিওপির পৃথক অভিযানে ৬৫০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা

হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত