ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, ভাইয়ের ঘরে আগুন

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৩: ২১

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাল চাঁদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা একপর্যায়ে তার ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ করে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। পরে তার ছোট ভাই যুবদল কর্মী সুবেল আহম্মেদের বসতঘরে

আগুন দেয় তারা। এরপর তারা কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে

যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, রাজনীতির প্রতিপক্ষ লোকজন এই হামলা চালিয়েছে। তারা আমার বড় ভাইয়ের ঘরে ভাঙচুর করেছে এবং আমার ঘরে আগুন দিয়েছে। তারা গুলি ছোড়ে, বোমাও ফাটায়। বাংলাদেশে সম্ভবত এটাই একমাত্র ইউনিয়ন, যেখানে ৫ আগস্টের পরও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে বিএনপির কিছু লোক মিলে হামলা চালিয়েছে।

ভেড়ামারার কুঁচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হোসেন বলেন, একটি ঘরে আগুন দেয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার একাধিক নাম উল্লেখ করেছে, সেসব বিষয়ে তদন্ত চলছে। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত