স্বামীর সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৪: ০০
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪: ২২

কুষ্টিয়ার ভেড়ামারায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নওগাঁর শ্রমিক সোহেল হোসেন স্ত্রীকে (২৫) নিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরের কুটির বাজারে ভাড়া থাকেন। তিনি একটি ডেকোরেটর প্রতিষ্ঠানে কাজ করেন।

বিজ্ঞাপন

শনিবার রাত ১১টার পর জনৈক রুবেল হোসেনের ভ্যানযোগে স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। পথে ভেড়ামারা উপজেলার বারোমাইল লিচুবাগান এলাকায় ৬-৭ জন লোক তাদের পথরোধ করে। পরে সোহেল হোসেনকে মারধর করে আটকে রেখে তার সামনেই স্ত্রীকে (২৫) হাইওয়ের পাশে লিচুবাগানে ৩-৪ জন লোক ধর্ষণ করে।

এ ঘটনায় ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করলে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ টিম রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন কালু প্রামাণিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও ভ্যানচালক রুবেল আলী।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার বলেন, থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত