আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শৈলকুপায় কৃষককে তুলে নিয়ে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
শৈলকুপায় কৃষককে তুলে নিয়ে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

শৈলকুপায় এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে। আহত কৃষক আমজাদ হোসেন কুশোবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

আহত আমজাদ হোসেন জানান, সন্ধ্যায় তিনি আওধা বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় শত্রুতার জেরে ১১-১২ জন তাকে সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি দোকানের পাশে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মারধরের ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন