আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইন শৃঙ্খলাবাহিনী বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে: গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

আইন শৃঙ্খলাবাহিনী বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যখন নির্বাচনের জন্য প্রস্তুত, তখনই একটি চক্র ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে পরিস্থিতি অস্থির ও অস্থিতিশীল করে তুলছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে এক উঠান বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যদি এভাবে চলতে থাকে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

নির্বাচনের জন্য সরকারি সংস্থাগুলোকে নজরদারী বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সরকার ঘোষিত টাইমলাইনে নির্বাচনকে নিরাপদে সম্পন্ন করার জন্য সরকারের সকল অর্গানগুলোকে আরও কঠোর হতে হবে, রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল, ধৈর্যশীল ও আন্তরিক হতে হবে, এবং গণমাধ্যমকেও রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় খর্নিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বামুন্দিয়ায় সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি রাষ্ট্রসংষ্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গণভোটকে হ্যাঁ বলুন।

মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা হিন্দু বিভাগের সভাপতি ডা. হরিদাস মন্ডল, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আ. ওয়াদুদ, সাবেক শিবির নেতা ড. একরাম উদ্দিন সুমন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন