কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে ধানশীষ হাউজে শনিবার রাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর সাইফুল ইসলাম রিকেট দলীয় মনোনয়ন চাইবেন কিনা সে বিষয়ে নেতাকর্মী-সমর্থক ও জনগণের মতামত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণকারীরা কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে তাকে সমর্থন জানান।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর আলম দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা প্রফেসর ড. সাইফুল ইসলাম রিকেট। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ
সুপ্রিম কোর্টের আইনজীবী বুলবুল আবু সাইদ (শামীম), কক্সবাজার জেলার ড্যাবের সদস্য ডা. জাহিদ হাসান রিপক, বিএনপি নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় প্রফেসর ড. সাইফুল ইসলাম রিকেট বলেন, আমরা জনগণের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।

