খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০২: ১৫

খুলনা জেলার দিঘলিয়ার ফরমাশেখানা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ আজ সোমবার যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় রিপন নামে আটককৃত সন্ত্রাসীর বাড়ি তল্লাশী করে ১টি ৭.৬মি:মি: পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা, ১টি ম্যাগাজিন এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসী খুন, ডাকাতি, ছিনতাই অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত অস্ত্র এবং সন্ত্রাসীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত