খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মাহমুদুর রহমান
খুলনা ব্যুরো
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমার দেশ কোনো ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয়। অনেক ত্যাগের বিনিময়ে আমার দেশ-এর একেকজন প্রতিনিধি একে ব্র্যান্ডে পরিণত করেছেন। আমার দেশ-এর একমাত্র দায়বদ্ধতা এ দেশের জনগণ, পত্রিকার পাঠক, নিজের বিবেক এবং সর্বোপরি মহান আল্লাহর কাছে।
শুক্রবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে আমার দেশ-এর খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন দৈনিকটির সম্পাদক।
মাহমুদুর রহমান বলেন, শুরুতেই মহান জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এতক্ষণ আমরা যে আলোচনা শুনছিলাম, ১১ বছরে আমাদের প্রতি যে জুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার ও ভারতের সাম্রাজ্যবাদ, এর থেকে আমরা মুক্তি পেয়েছি এই মহান জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে।
দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, মাত্র ৯ মাসের মধ্যে যেন আমরা সেই শহীদদের ভুলতে বসেছি। যেন ৯ মাসের মধ্যেই আমাদের সেই জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে এবং সেই সুযোগে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে এবং ভারতীয় সাম্রাজ্যবাদ আবার বাংলাদেশের ওপর থাবা বসাতে চাচ্ছে।
এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। সেখানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে এবং আমাদের কিছু কিছু সরকারি কর্মকর্তা, তাদের যে মাত্রা সেটা তারা অতিক্রম করার চেষ্টা করছেন। এগুলোর কারণে আজকের বাংলাদেশে স্বাধীনতা আবার হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
আমার দেশ সম্পাদক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়ে গেছে। এতে আমাদের চ্যালেঞ্জ বাড়বে। যাদের কারণে দেশ অস্থিতিশীল হচ্ছে, তাদের একটি পক্ষ হচ্ছে রাজনীতিবিদ। এজন্য আমাদের নিরপেক্ষ হয়ে নিউজ দিতে হবে। আমি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি, মানুষের পক্ষে রাজনীতি করি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করি।
মাহমুদুর রহমান পত্রিকার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় একে চালু করা এবং পাঠকের হাতে তুলে দেওয়া ছিল চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করেছি। আমাদের নিজস্ব প্রেস থেকে ছাপা শুরু হয়েছে।
আমার দেশ সম্পাদক বলেন, আপনার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু নিউজ দিতে হবে সঠিকভাবে। পাঠক রাজনৈতিক নিউজ পড়তে পছন্দ করে। আমরা জানি না দেশের রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে। পরিস্থিতি যাই হোক, আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।
যদিও আমরা আশা করি এ অনিশ্চয়তা কেটে যাবে। ইউনূস সরকার টিকে যাবে। ইউনূস সরকারের অধীন একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় আপনাদের কিন্তু পরীক্ষা আরো বাড়বে। কারণ নির্বাচনের সময় আপনি চিন্তা করবেন আমি জামায়াতের সাপোর্টার, কাজেই জামায়াতের পক্ষে নিউজ করব।
আবার আপনি চিন্তা করেন আমি বিএনপির সাপোর্টার, বিএনপির পক্ষে নিউজ করব। এটা চলবে না। এটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনারা আর আমার দেশ-এর সঙ্গে কাজ করতে পারবেন না।
প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমার দেশ-এর পরিচালক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি ও মহাসচিব এম আবদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন আমার দেশ-এর মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের।
খুলনা ব্যুরোপ্রধান এহতেশামুল হক শাওনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ এবং যশোরের স্টাফ রিপোর্টার আহসান কবীর। পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মফিজ জোয়াদ্দার।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমার দেশ কোনো ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয়। অনেক ত্যাগের বিনিময়ে আমার দেশ-এর একেকজন প্রতিনিধি একে ব্র্যান্ডে পরিণত করেছেন। আমার দেশ-এর একমাত্র দায়বদ্ধতা এ দেশের জনগণ, পত্রিকার পাঠক, নিজের বিবেক এবং সর্বোপরি মহান আল্লাহর কাছে।
শুক্রবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে আমার দেশ-এর খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন দৈনিকটির সম্পাদক।
মাহমুদুর রহমান বলেন, শুরুতেই মহান জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এতক্ষণ আমরা যে আলোচনা শুনছিলাম, ১১ বছরে আমাদের প্রতি যে জুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার ও ভারতের সাম্রাজ্যবাদ, এর থেকে আমরা মুক্তি পেয়েছি এই মহান জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে।
দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, মাত্র ৯ মাসের মধ্যে যেন আমরা সেই শহীদদের ভুলতে বসেছি। যেন ৯ মাসের মধ্যেই আমাদের সেই জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে এবং সেই সুযোগে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে এবং ভারতীয় সাম্রাজ্যবাদ আবার বাংলাদেশের ওপর থাবা বসাতে চাচ্ছে।
এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। সেখানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে এবং আমাদের কিছু কিছু সরকারি কর্মকর্তা, তাদের যে মাত্রা সেটা তারা অতিক্রম করার চেষ্টা করছেন। এগুলোর কারণে আজকের বাংলাদেশে স্বাধীনতা আবার হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
আমার দেশ সম্পাদক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়ে গেছে। এতে আমাদের চ্যালেঞ্জ বাড়বে। যাদের কারণে দেশ অস্থিতিশীল হচ্ছে, তাদের একটি পক্ষ হচ্ছে রাজনীতিবিদ। এজন্য আমাদের নিরপেক্ষ হয়ে নিউজ দিতে হবে। আমি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি, মানুষের পক্ষে রাজনীতি করি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করি।
মাহমুদুর রহমান পত্রিকার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় একে চালু করা এবং পাঠকের হাতে তুলে দেওয়া ছিল চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করেছি। আমাদের নিজস্ব প্রেস থেকে ছাপা শুরু হয়েছে।
আমার দেশ সম্পাদক বলেন, আপনার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু নিউজ দিতে হবে সঠিকভাবে। পাঠক রাজনৈতিক নিউজ পড়তে পছন্দ করে। আমরা জানি না দেশের রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে। পরিস্থিতি যাই হোক, আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।
যদিও আমরা আশা করি এ অনিশ্চয়তা কেটে যাবে। ইউনূস সরকার টিকে যাবে। ইউনূস সরকারের অধীন একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় আপনাদের কিন্তু পরীক্ষা আরো বাড়বে। কারণ নির্বাচনের সময় আপনি চিন্তা করবেন আমি জামায়াতের সাপোর্টার, কাজেই জামায়াতের পক্ষে নিউজ করব।
আবার আপনি চিন্তা করেন আমি বিএনপির সাপোর্টার, বিএনপির পক্ষে নিউজ করব। এটা চলবে না। এটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনারা আর আমার দেশ-এর সঙ্গে কাজ করতে পারবেন না।
প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমার দেশ-এর পরিচালক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি ও মহাসচিব এম আবদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন আমার দেশ-এর মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের।
খুলনা ব্যুরোপ্রধান এহতেশামুল হক শাওনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ এবং যশোরের স্টাফ রিপোর্টার আহসান কবীর। পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মফিজ জোয়াদ্দার।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বগুড়ার মানুষের জন্য তারেক রহমানের অনুপ্রেরণায় গড়া পার্কটি শেখ হাসিনার আক্রোশের কারণে এখন ময়লার ভাগাড়। লন্ডনের বৈঠকে আলোচনা হওয়ায় বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন ও বিএনপি নেতারা।
৬ মিনিট আগেনরসিংদীর পলাশে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও উপজেলা ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগেপাশ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় সিলেটে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও গত দু’সপ্তাহের মধ্যে এই প্রকোপ দেখা যায়নি।
৫ ঘণ্টা আগেবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে