আমার দেশ-এর খুলনা ব্যুরোপ্রধান এহতেশামুল হক শাওনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী এসএম ইয়াকুব আলীর (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার খুলনা আলিয়া মাদরাসা মাঠ ও মরহুমের গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার শাহপুরের তালতলা ফুটবল মাঠে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গত ৯ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে ইয়াকুব আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরীর শেরেবাংলা রোডের সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বুধবার সকালে মরহুমের কফিন নগরীর টুটপাড়ায় নিজ বাসভবনে নেওয়া হলে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। সকাল সাড়ে ৯টায় খুলনা আলিয়া মাদরাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কেডিএ মসজিদের খতিব ও ইমাম মাওলানা আলমগীর হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন- খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামী খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক গাজী আলাউদ্দিন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা, গণমাধ্যমকর্মীসহ হাজারো মুসল্লি।
প্রথম জানাজা শেষে মরহুমের কফিন গ্রামের বাড়ি শাহপুরে নেওয়া হয়। সেখানে তালতলা ফুটবল মাঠে দুপুর পৌনে ১২টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই অধ্যাপক ডা. শেখ ইউনুস আলী। পরে পারিবারিক কবরস্থানে বাবা শেখ ইমান আলী ও মা নূরজাহান বেগমের কবরের পাশে ইয়াকুব আলীর লাশ দাফন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

