মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৯: ৪১
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৯: ৪৮

কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে মহসিন রহমান (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ার মৃত নান্নু মুন্সির ছেলে। তিনি মধুপুর বাজারের একজন ব্যবসায়ী। শুক্রবার দুপুর ৩টার দিকে বারোবাজার রেলগেটের অদূরে কাজিবাড়ির পাশে ঢাকা থেকে ছেড়ে আসার সুন্দরবন এক্সপ্রেসে তিনি কাটা পড়ে নিহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মহসিন বারোবাজার শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। দুপুরের পর মহসিন রেললাইনে পাশে একটি দোকানে ক্যারমবোর্ড খেলা করছিলেন। এ সময় তার মোবাইলে একটি কল এলে রেললাইনের ওপর গিয়ে কথা বলছিলেন।

এসময় দ্রুতগতির সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো হয়ে যান তিনি। তবে, দুর্ঘটনার ঘণ্টাখানেক পর নিহতের পরিবার ও স্থানীয়রা তার লাশের টুকরোগুলো বস্তায় ভরে নিয়ে গেছেন।

বারোবাজার রেলস্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর যশোর রেল পুলিশে খবর দেয়া হয়েছে। এখন বিষয়টি তারা দেখবেন বলে উল্লেখ করেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত