সীমান্তে বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১: ০৫

অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ বাংলাদেশিকে ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার সকাল থেকে দুপুর দেড়টার মধ্যে ঝিনাইদহের মহেশপুরের মাটিলা ও বাঘাডাংগা সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাটিলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২ নারী এবং বাঘাডাংগা সীমান্তে একজন পুরুষ ও দুই নারীসহ মোট ৫ জনকে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ।

তিনি আরও জানান, তারা অবৈধভাবে ভারতে বসবাস করতো। ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় তারা বিএসএফের হাতে ধরা পড়ে। বিষয়টি বিএসএফ আমাদের জানায়। তারই সূত্র ধরে আমরা যাচাই বাছাই করে তাদের নাগরিকত্বের ব্যাপারে নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে বুঝে নেয়া হয়। এসব ব্যক্তিকে জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে এবং মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত