চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী দু্ই ছাত্রনেতা আটক

খুলনা ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৬: ৫৩

খুলনায় ওএমএস ডিলারের কাছে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) সাবেক দু'নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বৈবিছাআ’র সাবেক যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।

মঙ্গলবার সকালে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ মীর আতাহার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওএমএস ডিলারের কাছে চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা মোড়ে জনৈক ডিলার ওএমএস’র পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই দু’জন যুবক এসে ডিলারের নিকট চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের দু’জনকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পরবর্তীতে তাদের দু’জনকে থানায় নিয়ে আসে।

সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার বাসিন্দা আজমলের ছেলে। তারা দু’জনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার নেতা ছিলেন। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ৬ মার্চ তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। আটক আব্দুল্লাহ গত বছরের ১৯ ডিসেম্বর নগরীর হাজী মহসিন রোডে সংঘটিত সোহেল হত্যা মামলা চার্জশিটভুক্ত আসামি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত