আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদ্মা নদীতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর
পদ্মা নদীতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নাটোরের লালপুরে পদ্মানদীতে গোসল করতে গিয়ে দুই মাদ্রাসাছাত্র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রাম সংলগ্ন রাজশাহীর বাঘা উপজেলার কড়ালী নওসারা (নওপাড়া) ঘাট এলাকায় এঘটনা ঘটে।

শিক্ষার্থীরা হলেন লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরিদ (১২) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানি (১২)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার নওপাড়া হাজী আফছার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম আল-আমিন হোসেন দুপুরে ১০-১২ জন ছাত্র নিয়ে পদ্মা নদীতে গোসল করতে যান। সাঁতার কাটার সময় ফরিদ ও রাব্বানি দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ, লালপুর ফায়ার স্টেশন ও রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করেন।

লালপুর ফায়ার স্টেশনের টিম লিডার লতিফুল বারি জানান, লালপুর ফায়ার স্টেশন ও রাজশাহীর ডুবুরি দলের সদস্যরা তৎপরতা চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন