বগুড়ায় সাংবাদিকসহ তিনজনকে মারপিটের ঘটনায় গ্রেপ্তার ৬

বগুড়া অফিস
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৩: ৩১

বগুড়ায় একজন সাংবাদিকসহ তিন ব্যক্তিকে মারধর ও লাঞ্ছনার ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুইটি বার্মিজ চাকু, দুইটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ৬ এপ্রিল বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায় 'ফ্রেস জুস বার' এর সামনে সাংবাদিক খোরশেদ আলম, ফ্রিল্যান্স সাংবাদিক আসাফুদৌলা নিয়ন ও তৌফিকুল ইসলাম নামের একজনকে মারধর ও লাঞ্ছিত করে একদল সন্ত্রাসী।

বিজ্ঞাপন

এ ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম এর সার্বিক নির্দেশনায় ও ডিবি বগুড়ার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার-এর নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে।

অভিযানের ধারাবাহিকতায়, পৌনে ১২ টায় শাজাহানপুর থানাধীন বনানী এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. রাকিবুল ইসলাম রাকিব (২২) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও পাঁচজন সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গন্ডগ্রাম দক্ষিণপাড়ার মো. রাকিবুল ইসলাম রাকিব (২২), গন্ডগ্রাম উত্তর পাড়ার মো. হাবিবুর রহমান রকি (২৫), গন্ডগ্রাম নতুন পাড়ার মো. তারিকুল ইসলাম (২২), মো. জিসান খান (২১), গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়ার মো. জিহাদ (২০) ও মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার মো. টুটুল (২০)।

পুলিশ জানায়, রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে। হাবিবুর রহমান রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃতদের কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সহযোগী সন্ত্রাসী হিসেবে কাজ করত বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেছে।

আটককৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মারধরের ঘটনায় বগুড়া সদর থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া, পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র জানায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত