শিবগঞ্জে নূরুল ইসলাম বুলবুল

সরকারের টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন দিতে হবে

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০২: ০০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন দিতে হবে।

বৃহস্পতিবার বিকেলে ট্রেন দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফটোগ্রাফার ইশতিয়াক আহমেদ রাফিদের পরিবারকে আর্থিক সহায়তা ও কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

বুলবুল বলেন, সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না করে যেনতেনভাবে নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদে উত্থান ঘটবে। ফলে ছাত্র-জনতার আত্মদানের সুফল জাতি পাবে না। জুলাই গণ-অভ্যুত্থানের সুফল পেতে হলে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনের আয়োজন করত হবে। ২০২৬-এর জুনে জাতীয় নির্বাচন হলে এর আগেই সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করা সম্ভব। তবে দীর্ঘ সময় স্থানীয় সরকারে কোন জনপ্রতিনিধি না থাকলে জনভোগান্তি চরমে পৌঁছাবে। তাই জনগণের ভোগান্তি কমাতে এবং নাগরিক সেবা যথাযথ প্রদানের লক্ষ্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু যার গিফারী, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সভাপতি এনায়েত উল্লাহ, শিবগঞ্জ উপজেলা নায়েবে আমির আব্দুল মান্নান ও রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা সেক্রেটারি মুক্তার হোসেন, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান ও ইসলামি ছাত্র শিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা সভাপতি বায়েজিদ বোস্তামী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত