সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার সোনামুখী বাজার এলাকায় সিরাজগঞ্জ- ১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের ওপর হামলার অভিযোগ উঠে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনামুখী এলাকায় একটি ইসলামী জলসায় অংশ নেন মাওলানা শাহীনুর আলম ও তার কর্মী সমর্থকরা। এই জলসা থেকে রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এসময় হামলাকারীদের হাত থেকে মাওলানা শাহীনুর আলমকে বাঁচাতে গিয়ে জামায়াতের ১০-১২ জন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷
এ বিষয়ে সিরাজগঞ্জ- ১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা শাহীনুর আলম বলেন, আমাদের উপর তিন দফায় হামলা হয়েছে। হামলা করেছে বিএনপি। আমি চিনতে পেরেছি আজ সন্ধ্যায় আমি আপনাদের সাংবাদিকদের কাছে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।
এ বিষয়ে সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা বলেন, গতকাল রাতে আমাদের বিএনপির নেতাকর্মীদের সাথে জামায়াত নেতাকর্মীদের কোনো হামলার ঘটনা ঘটেনি। গতকাল রাতে ওয়াজ মাহফিল থেকে আমরা যে যার বাসায় ফিরে যায়। পথের মধ্যে জামায়াতের নেতাকর্মীর উপর নিষিদ্ধ আওয়ামী লীগ অথবা তারা নিজেরাই এমন কর্মকাণ্ড ঘটিয়ে বিএনপির সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে। নির্বাচনকে সামনে রেখে নোংরা রাজনীতির উদ্দেশ্যে এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান আমার দেশকে বলেন, মাহফিলে জামায়াত প্রার্থী এবং বিএনপির দলীয় প্রার্থী দুজনই উপস্থিত ছিলেন। পরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়। এই ঘটনা রাস্তায় একটু জের হয়। ওয়াজ মাহফিল থেকে টেলিফোন করা হলে। আমাদের পুলিশ তাৎক্ষণিক সেখানে পৌঁছে যায়। এখন পর্যন্ত সেখানে টহল অব্যাহত আছে। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পড়েনি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

