ভালোবেসে বিয়ের তিন মাস পর লাশ হয়ে ফিরলেন সুমী

উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৪: ১৪
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৪: ৪৪

সিরাজগঞ্জের তাড়াশে ভালোবেসে বিয়ে করার তিন মাস পর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে সুমি খাতুনের (২২)। তিনি উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

তিন মাস আগে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত. রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব  হাসান (২৪)কে। পরিবারের অমতে বিয়ে করায় মেনে নিতে আপত্তি তোলে সজীবের পরিবার। এরই মাঝে আত্মীয় স্বজনের মধ্যস্তায় উভয় পরিবার তাদেরকে মেনে নেয়। 

গত রোববার বিকেলের দিকে সুমী খাতুন তার স্বামীর সাথে শ্বশুর বাড়ি আসেন। বিকেল সন্ধ্যার দিকে সজীবের পরিবার পক্ষ থেকে মোবাইল ফোনে সুমীর পরিবারকে জানায়, সুমী ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে সুমীর বাবা রেজাউল করিম বলেন, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি।

বগুড়ার শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম সাজিদ হাসান সিদ্দিকী বলেন, সন্ধ্যায় সুমী খাতুন নামের এক রোগীকে কয়েকজন লোক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  লাশের গলায় আঘাতের চিহ্ণ রয়েছে। এর কিছুক্ষণ পর শেরপুর থানার পুলিশ এসে লাশ তাদের হেফাজতে নেয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দিন মাসুদ বলেন, অভিযোগ পেয়ে সুমী খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত