শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৯.৬

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮: ৫৬

কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের জেলা দিনাজপুরে। এর ওপর ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ।

বিজ্ঞাপন

শনিবার সকাল ৬টায় দিনাজপুরের নবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

গতকাল দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশা আর ঠান্ডা হিমেল বাতাসে জবুথবু অবস্থা এ জেলার জনপদের। মোটা জামাকাপড় পরে কাজে বের হতে দেখা গেছে কর্মজীবী মানুষদের।

কুয়াশার কারণে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। দিনেও জ্বালাতে হচ্ছে হেডলাইট।

আগামী দু-একদিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত