আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭, আহত ৬১

সিলেট ব্যুরো

সিলেটে ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭, আহত ৬১

সিলেট বিভাগে গত ডিসেম্বর মাসে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ৬১ জন। নিহতের মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

বিজ্ঞাপন

সোমবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিসচার তথ্যমতে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিহতদের মধ্যে ১৬ জন মোটরসাইকেল চালক ও আরোহী। বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে হবিগঞ্জ জেলায়। সেখানে ১২টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

সিলেট জেলায় ৯টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২৬ জন আহত হন। সুনামগঞ্জ জেলায় পাঁচটি দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন এবং আহত তিনজন। মৌলভীবাজার জেলায় সাতটি দুর্ঘটনায় ৯ জন নিহত ও দুজন আহত হয়েছেন।

নিহত ৩৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ, চারজন নারী এবং তিনজন শিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের মাস নভেম্বরেও সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন