আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌলভীবাজার সীমান্তে ১৮ জনকে পুশইন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার সীমান্তে ১৮ জনকে পুশইন

মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো ১৮ জনকে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শাহবাজপুর চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, অদ্য সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে বড়লেখা থানাধীন সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে শাহবাজপুর চা বাগান এলাকায় বিএসএফ ১ জন বাংলাদেশি পুরুষ ও ১৭ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে (পুরুষ ৪, নারী ৫ ও শিশু ৮) বাংলাদেশে পুশইন করে। তাৎক্ষণিক বিজিবি টহলদল ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়েছে বিজিবি।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন