হাওরের উন্নয়নে ধানের শীষে মনোনয়ন চাইলেন ব্যারিস্টার আফিন্দী

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১: ৪২
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৩: ২৮

হাওরের উন্নয়নে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষে প্রতীকে মনোনয়ন চেয়েছেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী। তিনি যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছি। ৩১ দফায় জাতীর ভাগ্য নির্ধারণের কথা বলা আছে। কৃষক-নারীরা অধিকার ফিরে পাবে, শ্রমিক ন্যায্য হিস্যা ফিরে পাবে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল ৪টায় জেলার জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার বটতলায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের সমর্থনে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হামিদুল হক আফিন্দী বলেন, ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করতে হবে। টাকার বিনিময়ে মন জয় করা যায় না। এ এলাকার যারা প্রার্থী হিসেবে দুয়ারে-দুয়ারে ঘুরছেন তাদের চুলচেরা বিশ্লেষণ করুন। আমি তিল তিল করে গড়ে উঠেছি। ভাটির বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। এ জন্য আপনারা এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, অনেকদিন পর সুযোগ এসেছে। সুযোগ কাজে লাগাতে হবে। একটি ওয়াদা করে যেতে চাই যতদিন বেঁচে থাকব আমি হাওর বাওরের মানুষের জন্য কাজ করে যাবো।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হাসান। সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালিক।

প্রধান বক্তা ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য আজিজুর রহমান আজিজ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক আফেন্দি, আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী আফেন্দি।

এছাড়া ছাত্রদল, যুবদল, কষকদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত