জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় রিকশায় চড়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
রিকশায় সঙ্গী ছিলেন তারই সহধর্মিণী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের। দম্পতিকে একই রিকশায় করে পূজা মণ্ডপে যেতে দেখে উপস্থিত মানুষ বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।
এসময় রিকশা থেকে হাত নেড়ে পথচারীদের শুভেচ্ছা জানান, আর মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পূজারীদের সঙ্গে। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রিকশায় বসেই তিনি পথচারীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান, আর মণ্ডপে গিয়ে আরতি ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন। মণ্ডপের ভেতরে প্রবেশের আগে তিনি সকল ভক্ত বৃন্দের সাথে কুশল বিনিময় আর ছোটদের স্নেহে আশীর্বাদ দেন।
নাসের রহমান বলেন, এই রিকশা আমার অহংকার নয়, এটা আমার সম্প্রীতির বাহন। আমরা রাজনীতি করি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে, বিভেদ সৃষ্টির জন্য নয়। মৌলভীবাজারে সব ধর্মের মানুষ মিলেমিশে আছে, এই ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে।
পূজা কমিটির সদস্যরা তার এই ব্যতিক্রমী উপস্থিতি প্রশংসা করে বলেন, রাজনৈতিক নেতারা যদি এভাবেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান, তাহলে সমাজে বিভেদ কমে যাবে অনেকটাই। সাধারণ মানুষের মুখে একটাই কথা, নেতা হলে এমনই হওয়া উচিত।
বুধবার রাতে নাসের রহমান পৌর এলাকার কেন্দ্রীয় দুর্গা বাড়ি, শ্রী শ্রী নতুন কালীবাড়ি, সুহৃদ সংঘ, আবাহন, ত্রীনয়নী, হরিজন সংঘ, সৎ সংঘ সেবাশ্রম, মহেশ্বরী, রাম কৃষ্ণ মিশন সেবা শ্রমসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।
রেজিনা নাসেরও পৃথকভাবে পৌর এলাকার সৎসংঘ, আবাহন পূজা মণ্ডপ, ত্রীনয়নী শিব বাড়ি, মহেশ্বরী পূজা মণ্ডপ, রামকৃষ্ণ মিশন মৌলভীবাজার, খলিল পুর, কামালপুর ও মনুমূখ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত,বকসী মিসবাউর রহমান, মো.ফখরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা আহবায়ক অ্যাড সুনীল কুমার দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার আহবায়ক অ্যাড রুনু কান্ত দত্ত, সদস্য সচিব শ্যামলী সূত্র ধর, সদর উপজেলা পূজা ফ্রন্টের আহবায়ক ডা. পরিতোষ দাশ গুপ্ত, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পূজা উদযাপন পরিষদের সদস্যরা বলেন, রাজনীতিতে এমন আন্তরিকতা খুব বিরল। নেতাদের যদি এভাবে মানুষের সঙ্গে মিশে যেতে দেখা যেত, তাহলে সমাজ আরও শান্তিপূর্ণ হতো।
দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় রিকশায় চড়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
রিকশায় সঙ্গী ছিলেন তারই সহধর্মিণী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের। দম্পতিকে একই রিকশায় করে পূজা মণ্ডপে যেতে দেখে উপস্থিত মানুষ বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।
এসময় রিকশা থেকে হাত নেড়ে পথচারীদের শুভেচ্ছা জানান, আর মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পূজারীদের সঙ্গে। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রিকশায় বসেই তিনি পথচারীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান, আর মণ্ডপে গিয়ে আরতি ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন। মণ্ডপের ভেতরে প্রবেশের আগে তিনি সকল ভক্ত বৃন্দের সাথে কুশল বিনিময় আর ছোটদের স্নেহে আশীর্বাদ দেন।
নাসের রহমান বলেন, এই রিকশা আমার অহংকার নয়, এটা আমার সম্প্রীতির বাহন। আমরা রাজনীতি করি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে, বিভেদ সৃষ্টির জন্য নয়। মৌলভীবাজারে সব ধর্মের মানুষ মিলেমিশে আছে, এই ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে।
পূজা কমিটির সদস্যরা তার এই ব্যতিক্রমী উপস্থিতি প্রশংসা করে বলেন, রাজনৈতিক নেতারা যদি এভাবেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান, তাহলে সমাজে বিভেদ কমে যাবে অনেকটাই। সাধারণ মানুষের মুখে একটাই কথা, নেতা হলে এমনই হওয়া উচিত।
বুধবার রাতে নাসের রহমান পৌর এলাকার কেন্দ্রীয় দুর্গা বাড়ি, শ্রী শ্রী নতুন কালীবাড়ি, সুহৃদ সংঘ, আবাহন, ত্রীনয়নী, হরিজন সংঘ, সৎ সংঘ সেবাশ্রম, মহেশ্বরী, রাম কৃষ্ণ মিশন সেবা শ্রমসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।
রেজিনা নাসেরও পৃথকভাবে পৌর এলাকার সৎসংঘ, আবাহন পূজা মণ্ডপ, ত্রীনয়নী শিব বাড়ি, মহেশ্বরী পূজা মণ্ডপ, রামকৃষ্ণ মিশন মৌলভীবাজার, খলিল পুর, কামালপুর ও মনুমূখ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত,বকসী মিসবাউর রহমান, মো.ফখরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা আহবায়ক অ্যাড সুনীল কুমার দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার আহবায়ক অ্যাড রুনু কান্ত দত্ত, সদস্য সচিব শ্যামলী সূত্র ধর, সদর উপজেলা পূজা ফ্রন্টের আহবায়ক ডা. পরিতোষ দাশ গুপ্ত, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পূজা উদযাপন পরিষদের সদস্যরা বলেন, রাজনীতিতে এমন আন্তরিকতা খুব বিরল। নেতাদের যদি এভাবে মানুষের সঙ্গে মিশে যেতে দেখা যেত, তাহলে সমাজ আরও শান্তিপূর্ণ হতো।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৩ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৩০ মিনিট আগে