জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ কামনা করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। একই সাথে জাদুকাটা নদী থেকে অবৈধভাবে পাড় কেটে বালি উত্তোলন করার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
রোববার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে তিনি এই অনুরোধ জানান
আইনশৃঙ্খলা কমিটির সভায় বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ- ১ নির্বাচনি এলাকার তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলায় একাধিক ঘাটে টোল আদায়ের নামে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা উত্তোলন করা হচ্ছে। হাওর এলাকায় পথে পথে এভাবে চাঁদাবাজি হচ্ছে। বিশেষ করে ফতেপুরে বিআইডব্লিউটিএর ঘাট, তাহিরপুর উপজেলার বিআইডব্লিউটিএ ডাম্পের বাজার ঘাট, ফাজিলপুর নৌকা ঘাট, ঘাঘরা নৌকা ঘাট এবং শ্রীপুর নৌকা ঘাটে টোল ট্যাক্স আদায়ের নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, যেখানে সরকার ৩০-৫০ পয়সা টোল নির্ধারণ করে দিয়েছে সরকার সেখানে অবৈধভাবে ২ থেকে ৩ টাকা করে আদায় করা হচ্ছে। এর ফলে এই অঞ্চলের ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণির মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্রমিকদের স্বার্থরক্ষায় তিনি জেলা প্রশাসককে প্রত্যেকটি ঘাটে টোল আদায়ের জন্য নির্দিষ্ট চার্ট টানিয়ে দেওয়ার অনুরোধ জানান।
কামরুজ্জামান কামরুল জাদুকাটা নদীর তীর (পাড়) কাটা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, আমরা সম্প্রতি লক্ষ্য করছি রাতের আঁধারে জাদুকাটা নদীর পাড় কাটা হচ্ছে। কোনো অবস্থায় পাড় কাটতে দেওয়া যাবে না। তিনি পরিবেশ এবং শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা করে নদীতে ড্রেজার চলাচল সম্পূর্ণ বন্ধের দাবি জানান।
তার মতে, নদীতে ড্রেজার চললে নদীর তীরবর্তী হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন যা কোনোভাবেই কাম্য নয়। তিনি পরিবেশ ও শ্রমিকদের কথা বিবেচনা করে ড্রেজার চলতে না দেওয়া এবং পাড় কাটা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। শুধু তাই নয় নদীর তীর কেটে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ কামনা করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। একই সাথে জাদুকাটা নদী থেকে অবৈধভাবে পাড় কেটে বালি উত্তোলন করার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
রোববার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে তিনি এই অনুরোধ জানান
আইনশৃঙ্খলা কমিটির সভায় বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ- ১ নির্বাচনি এলাকার তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলায় একাধিক ঘাটে টোল আদায়ের নামে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা উত্তোলন করা হচ্ছে। হাওর এলাকায় পথে পথে এভাবে চাঁদাবাজি হচ্ছে। বিশেষ করে ফতেপুরে বিআইডব্লিউটিএর ঘাট, তাহিরপুর উপজেলার বিআইডব্লিউটিএ ডাম্পের বাজার ঘাট, ফাজিলপুর নৌকা ঘাট, ঘাঘরা নৌকা ঘাট এবং শ্রীপুর নৌকা ঘাটে টোল ট্যাক্স আদায়ের নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, যেখানে সরকার ৩০-৫০ পয়সা টোল নির্ধারণ করে দিয়েছে সরকার সেখানে অবৈধভাবে ২ থেকে ৩ টাকা করে আদায় করা হচ্ছে। এর ফলে এই অঞ্চলের ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণির মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্রমিকদের স্বার্থরক্ষায় তিনি জেলা প্রশাসককে প্রত্যেকটি ঘাটে টোল আদায়ের জন্য নির্দিষ্ট চার্ট টানিয়ে দেওয়ার অনুরোধ জানান।
কামরুজ্জামান কামরুল জাদুকাটা নদীর তীর (পাড়) কাটা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, আমরা সম্প্রতি লক্ষ্য করছি রাতের আঁধারে জাদুকাটা নদীর পাড় কাটা হচ্ছে। কোনো অবস্থায় পাড় কাটতে দেওয়া যাবে না। তিনি পরিবেশ এবং শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা করে নদীতে ড্রেজার চলাচল সম্পূর্ণ বন্ধের দাবি জানান।
তার মতে, নদীতে ড্রেজার চললে নদীর তীরবর্তী হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন যা কোনোভাবেই কাম্য নয়। তিনি পরিবেশ ও শ্রমিকদের কথা বিবেচনা করে ড্রেজার চলতে না দেওয়া এবং পাড় কাটা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। শুধু তাই নয় নদীর তীর কেটে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৯ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
১৫ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
২৭ মিনিট আগেমৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে