মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে বিএনপি প্রার্থী এম নাসের রহমান বলেছেন, দেশে ক্ষমতার পরিবর্তন হলেও আওয়ামী লীগ সমর্থকদের সুরক্ষার দায়িত্ব বিএনপি নেবে। আওয়ামী লীগের ভোটারদের নিরাপত্তা দিতে হলে বিএনপিই দেবে।
বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
নাসের রহমান বলেন, এবারের নির্বাচনে তার প্রচারের মূল লক্ষ্য আওয়ামী লীগ সমর্থকদের বুঝিয়ে দেওয়া—জামায়াতের ক্ষমতায় যাওয়ার আশঙ্কা ভিত্তিহীন। আপনারা এক সেকেন্ডও ভাববেন না যে জামায়াতে ইসলামির নামে কেউ ক্ষমতায় আসবে। এমন হলে দেশে কেয়ামতের মতো পরিস্থিতি হবে। শেখ হাসিনার আমলেও এত খারাপ দিন আসেনি।
তিনি বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের ‘গোপন উদ্দেশ্য’ তিন দিন আগে তাদের চট্টগ্রামের এক নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রকাশ পেয়েছে। বুড়া মানুষ, কি বলছে বুঝে বলছে কি না—জানি না। কিন্তু তার মুখ দিয়ে আসলো তাদের দলের মনের বাসনাটা ফস করে বের হয়ে গেছে।
নাসের রহমান বলেন, একসময় মাত্র ৮ শতাংশ ভোট পাওয়া জামায়াত এখন ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। বেগম খালেদা জিয়া তাদের মন্ত্রী বানিয়েছিলেন। অন্তত তার প্রতি সম্মান করে তিনটি আসনে প্রার্থী না দেওয়ার কথা বলতে পারত। উল্টো বগুড়ায় মোটরসাইকেল শোডাউন করেছে।
উঠান বৈঠকে আরো বক্তব্য দেন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ।

