অর্থনৈতিক রিপোর্টার
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে মানুষের তৈরি দুর্যোগ কম না, আর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। দুটোই মোকাবেলা করতে হবে। তাছাড়া আমাদের এ মুহূর্তে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন।
সোমবার সকালে রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স :মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, জলবায়ু নিয়ে আমরা যত কথা বলি, তারচেয়ে কাজ কম করি। কয়েকটি দেশতো এটাতে টাকাই খরচ করে না। এটা এতই গুরুত্বপূর্ণ যে এটি যদি সঠিকভাবে না করি তাহলে ভবিষ্যতে প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। পটুয়াখালী, পাথরঘাটার মতো এলাকা এখনো সেভাবে নজরে আসেনি।
তিনি বলেন, ভি-২০ একটি বৈশ্বিক জোট আছে। সেখানে অনেক দেশের দাতা সংস্থা থাকে। সবচেয়ে বড় গ্যাপ হলো সিরিয়াসনেসের অভাব।
অর্থ উপদেষ্টার মতে, পাঁচটা পার্টি যদি এক না হয় তাহলে জলবায়ু সংকট মোকাবেলা করা যাবে না। বিজ্ঞানী, পলিসিমেকার, প্রতিষ্ঠান, অর্থের সংস্থা আর সবচেয়ে জরুরি হলো জনগণ। জনগণকে সবার আগে এগিয়ে আসে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ৩০ বিলিয়ন ডলার দরকার। এক বিলিয়ন ডলারই আইএমএফ থেকে আনতেই কষ্ট হয়ে যায়।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু বেড়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। এরশাদের পতনের পেছনে এটি একটি কারণ ছিল। সিলেটে পানি বৃদ্ধি, মাতৃমৃত্যুসহ এমন কোন কিছু নেই যেখানে ক্লাইমেট চেঞ্জের প্রভাব নেই। এই গল্প জানাতে না পারার আমরা আন্তর্জাতিক সহায়তা পাচ্ছি না।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জলবায়ু পরিবর্তনের উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ এতটাই ভয়াবহ যে একটি জনপথকে ধ্বংসের পথে নিয়ে যায়। দেশের জন্য অর্থায়ন পেতে জটিলতা জানানোর জন্য রিপোর্টের দরকার হয়।
তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন সংগ্রহ করি। এটির জন্য একদিকে রেমন প্রমাণ দরকার অন্যদিকে তথ্য উপাত্ত দরকার। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত সেটা মোকাবেলা করতে পারব।
পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, এই শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক বিপদ হলো জলবায়ু পরিবর্তন। এটার অ্যাওয়ারনেস তৈরি করতে হবে আর এটি করবে সাংবাদিকরা। এক্টিভিজমের অভাব আছে সারা বিশ্বে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে মানুষের তৈরি দুর্যোগ কম না, আর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। দুটোই মোকাবেলা করতে হবে। তাছাড়া আমাদের এ মুহূর্তে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন।
সোমবার সকালে রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স :মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, জলবায়ু নিয়ে আমরা যত কথা বলি, তারচেয়ে কাজ কম করি। কয়েকটি দেশতো এটাতে টাকাই খরচ করে না। এটা এতই গুরুত্বপূর্ণ যে এটি যদি সঠিকভাবে না করি তাহলে ভবিষ্যতে প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। পটুয়াখালী, পাথরঘাটার মতো এলাকা এখনো সেভাবে নজরে আসেনি।
তিনি বলেন, ভি-২০ একটি বৈশ্বিক জোট আছে। সেখানে অনেক দেশের দাতা সংস্থা থাকে। সবচেয়ে বড় গ্যাপ হলো সিরিয়াসনেসের অভাব।
অর্থ উপদেষ্টার মতে, পাঁচটা পার্টি যদি এক না হয় তাহলে জলবায়ু সংকট মোকাবেলা করা যাবে না। বিজ্ঞানী, পলিসিমেকার, প্রতিষ্ঠান, অর্থের সংস্থা আর সবচেয়ে জরুরি হলো জনগণ। জনগণকে সবার আগে এগিয়ে আসে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ৩০ বিলিয়ন ডলার দরকার। এক বিলিয়ন ডলারই আইএমএফ থেকে আনতেই কষ্ট হয়ে যায়।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু বেড়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। এরশাদের পতনের পেছনে এটি একটি কারণ ছিল। সিলেটে পানি বৃদ্ধি, মাতৃমৃত্যুসহ এমন কোন কিছু নেই যেখানে ক্লাইমেট চেঞ্জের প্রভাব নেই। এই গল্প জানাতে না পারার আমরা আন্তর্জাতিক সহায়তা পাচ্ছি না।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জলবায়ু পরিবর্তনের উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ এতটাই ভয়াবহ যে একটি জনপথকে ধ্বংসের পথে নিয়ে যায়। দেশের জন্য অর্থায়ন পেতে জটিলতা জানানোর জন্য রিপোর্টের দরকার হয়।
তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন সংগ্রহ করি। এটির জন্য একদিকে রেমন প্রমাণ দরকার অন্যদিকে তথ্য উপাত্ত দরকার। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত সেটা মোকাবেলা করতে পারব।
পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, এই শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক বিপদ হলো জলবায়ু পরিবর্তন। এটার অ্যাওয়ারনেস তৈরি করতে হবে আর এটি করবে সাংবাদিকরা। এক্টিভিজমের অভাব আছে সারা বিশ্বে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামকেও অনুরূপ শাস্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
১ দিন আগেব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনী শাস্তিমুলক ব্যবস্হার মুখোমুখি করা যায়।
১ দিন আগেবাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সরকারি ক্রয় বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চ-পদস্থ নীতি নির্ধারণী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছে।
২ দিন আগে