রূপায়ণ সিটি উত্তরায় মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৯: ৫৩

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হয়েছে বিশেষ সচেতনতামূলক সেশন, যেখানে মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক, কর্পোরেট স্ট্রেস ম্যানেজমেন্ট, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে মনোযোগ ধরে রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সেশনটি পরিচালনা করেন দেশের অন্যতম খ্যাতনামা মনো-বিজ্ঞানী ড. মেহতাব খানম। এতে অংশগ্রহণ করেন রূপায়ণ সিটির সম্ভাব্য ও বর্তমান গ্রাহকবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ও পরিবারবর্গ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মন ও সম্পর্কের যত্ন নেওয়া, চাপ ব্যবস্থাপনা এবং আত্মসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ ও বাস্তব জীবনের প্রয়োগযোগ্য কৌশল জানতে পারেন।

"নিজের মনের যত্ন নিন সব সময়"—এই বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

রূপায়ণ সিটি উত্তরা সবসময় তার কমিউনিটির মানসিক ও সামগ্রিক কল্যাণে সচেষ্ট। এই আয়োজন তারই একটি ধারাবাহিকতা। আয়োজন শেষে অংশগ্রহণকারীরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত