মাতৃত্বকালীন স্ববেতন ছয় মাস ছুটিসহ ১০ দফা দাবি গার্মেন্ট শ্রমিক সংহতির

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৪: ৫৪

মাতৃত্বকালীন স্ববেতন ছয় মাস ছুটিসহ দশ দাবিতে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।

শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সংঠনের আয়োজিত সমাবেশে বক্তারা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, শ্রমিক ছাটাই-টার্মিনেট, বকেয়া পরিশোধ, যৌন হয়রানিমুক্ত কর্ম পরিবেশ, মাতৃত্বকালীন স্ববেতন ছয় মাস ছুটি, ট্রেড ইউনিয়ন আইন বাঁধা দূর করা, নারী শ্রমিক ব্যবহার করা সহ দশ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, আইএলও কনভেনশন অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা এবং শ্রমিকের ইউনিয়ন চর্চার বাধা দূর করার তাগিদও রয়েছে। অথচ বাংলাদেশে এখনো ইপিজেড এবং ইপিজেডের বাইরে ভিন্ন আইন হয়ে শ্রমিকদের মতপ্রকাশের স্বাধীনতা খর্বিত হচ্ছে, বৈষম্য বাড়ছে। এক দেশে দুই আইনের বদলে এক অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইন দাবি করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, নারী শ্রমিকের ঝরে পড়া রোধে প্রসূতিকালীন সুবিধা নিশ্চিতে ৬ মাস মাতৃত্বকালীন ছুটির দাবি শ্রমিকরা দীর্ঘদিন করে এলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। সরকারি পর্যায়ে নারীদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি থাকলেও শ্রমিকদের ক্ষেত্রে সে সুযোগ নেই। নারী শ্রমিকরা পেশাগত কাজের সঙ্গে প্রজাতি রক্ষা এবং ভবিষ্যতে শ্রমিকদের জন্মদানের গুরুত্বপূর্ণ কাজ করেন। এ জন্য তাদের ৬ মাস সবেতন ছুটি জরুরি।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেত্রী তাসলিমা আখতারের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক অধিকার আন্দোলনের নেতারা বক্তৃতা করেন।

বিষয়:

শ্রমিক
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত